Friday, September 19
Shadow

গোলাপ কেন খাবেন?

প্রেমিকা আসতে দেরি করেছে বলে রাগে দুঃখে গোলাপটা চিবিয়ে না খেয়ে বরং চা বানিয়ে খান। মিলবে কিছু উপকার।

অ্যান্টিঅক্সিডেন্ট : গোলাপের চায়ে আছে একঝাঁক সুপারহিরো ভিটামিন — সি, এ, বি, ই, ক এবং সঙ্গে ট্যানিক অ্যাসিড! এরা মিলে আমাদের শরীরে থাকা ‘ফ্রি র‍্যাডিক্যাল’ নামের দুষ্টু ভিলেনদের ঠুসঠাস করে ধুইয়ে দেয়। ফলে ত্বক হয় টানটান, বয়স থেমে যায় টাইম পাস করতে, আর আয়নায় তাকালেই মনে হয় — “কে এই টিনএজার!”

অ্যান্টি-ইনফ্ল্যামেটরি শক্তি: গোলাপের চায়ের অ্যান্টিঅক্সিডেন্টরা শুধু রোমান্টিক না, ওদের রাগও কম! তাই ত্বকে লালচে ভাব, ফুসকুড়ি বা একনে দেখা দিলেই ওরা এসে বলে, “এই ব্যাটা, শান্ত হ!” ফলে ত্বক হয় ঠান্ডা ঠান্ডা, কুল কুল।

ময়েশ্চারাইজার কাজেও দারুণ: গোলাপ চা ত্বককে এমনভাবে আর্দ্র রাখে, যেন সেটা সারাক্ষণ স্পা থেকে ঘুরে এসেছে। চা পান করলে ত্বক বলে, “আহা, কী শীতল! কী কোমল! এতদিন কোথায় ছিলে রে গোলাপ?”

চুমুক দিন, সুন্দর হোন — তবে মনটা যেন সুন্দর থাকে, সেটাও গোলাপ চা শেখায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *