
‘এ গেদু, সমেস্যা কী’—শিরোনামে একটি গান গেয়ে পাঁচ বছর আগে সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ‘কিটো ভাই’। দেশে যখন করোনা হানা দেয় সেসময় উকুলেলে বাজিয়ে বরিশালের ভাষায় তিনি গেয়েছিলেন ঘরে থাকার সচেতনতামূলক গান। এক গানেই হয়ে যান ভাইরাল, রাতারাতি পান জনপ্রিয়তা। তবে ‘কিটো ভাই’ নামে চিনলেও তার আসল নাম মাশরুর ইনান।
এর পরের বছরেই গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন মাশরুর ইনান। আদনান আল রাজীব পরিচালিত সেই বিজ্ঞাপনটি আর প্রচারের মুখ দেখেনি।
এরপর থেকেই নিজের চ্যানেলের জন্য তৈরি করতে থাকেন বিভিন্ন রকমের কন্টেন্ট। কন্টেন্ট ক্রিয়েটর হলেও ‘কিটো ভাই’ গান গাইতে বেশ পছন্দ করেন।
বলা যায়, এটাই তার স্বপ্ন।
এরপর মাশরুর নাম লিখিয়েছিলেন অভিনয়ে। মাহমুদুর রহমান হিমি পরিচালিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ এ। সেখানে ‘পাপ্পু ভাই’ চরিত্রে হাজির হয়ে অল্প সময়েই পান তুমুল দর্শকপ্রিয়তা।
এরপর বহু নাটক ও বিজ্ঞাপনের প্রস্তাব পান। গড়পড়তা কাজে নিজেকে বিলিয়ে দিতে চাননি বলেই বেশিরভাগ কাজই ফিরিয়ে দিয়েছেন তিনি।
এরপর পছন্দসই গল্পে কাজ করেছেন কিছু বিজ্ঞাপন, নাটকে। তাকে দেখা গেছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৩-তেও। এরপর অভিনয় করেছেন সিনেমাতেও।
২০২৩ সালে মুক্তি পাওয়া দেশের প্রথম সাইবার দুনিয়া নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামালের সঙ্গে পর্দায় দেখা গেছে মাশরুর ইনানকেও, যেটি পরিচালনা করেন দীপংকর দীপন। এই সিনেমাটির পর তাকে আর অভিনয়ে সেভাবে পাওয়া যায়নি, সেখান থেকে সরে দাঁড়ান।
এদিক আজ এই অভিনেতার জন্মদিন। জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন সবার প্রিয় ‘কিটো ভাই’।
কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে মাশরুর ইনান জানান, ‘অন্তর্জাল’-ই ছিল তার অভিনয় করা শেষ কাজ। এরপর অনেক প্রস্তাব এলেও সেগুলোতে মন সাঁয় দিচ্ছিল না, যার কারণে অভিনয় থেকে দূরে সরে যান।
তিনি বলেন, ‘আমি যে অভিনয়ের প্রস্তাব পাইনি বা পাই না, তা নয়। কিন্তু সেসব গল্পে আমার চরিত্রের গভীরতা খুঁজে পাইনি। হাউস নং ৯৬-এ দর্শক আমাকে পাপ্পু ভাই হিসেবে যেভাবে চিনেছে বা ভালোবাসা দিয়েছে, এরপর আর সেরকম কিছু পাইনি। নাটকটিতে আমি বিশেষ চরিত্র হলেও দর্শকরা আমাকে যেভাবে গ্রহণ করেছিলেন, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। টের পেয়েছিলাম তারা আমাকে কত পছন্দ করেন। এরপর কয়েকটা কাজ করেছি কিন্তু ওই কাজটাকে ছাড়িয়ে যাওয়ার মতো কিছু আসেনি আমার কাছে। তাছাড়া আমি নিজে ওই সময়টাতে কিছুটা অবসাদে ছিলাম, তারপর ফ্রুটফুল কোনো প্রজেক্ট না পাওয়া; সবকিছু মিলিয়ে অভিনয়টা আর করা হয়নি। কিছুদিন আগেও মোস্তফা কামাল রাজ ভাই একটা প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আমার চরিত্রটাতে ওইরকম গুরুত্ব খুঁজে পাইনি যেটা আমাকে নতুন কিছু দেবে বা আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে। এখন নতুন কিছু পরিকল্পনা করছি, দেখি কি হয়!’
সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে এই কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা বলেন, ‘এখন আমি আমার কনটেন্ট নিয়েই ব্যস্ত আছি। তাছাড়া একটা নতুন পরিকল্পনা আছে সামনে, ওয়েব সিরিজ প্রযোজনা করার। এখন সেটা নিয়েই ব্যস্ত বলতে পারেন। আগামী নভেম্বর নাগাদ হয়তো একটা সুখবর দিতে পারব আশা করি।’
গান, কনটেন্ট নিয়ে ব্যস্ত থাকলেও আগামীতেও অভিনয় করতে চান মাশরুর ইনান। অপেক্ষায় রয়েছেন ভালো গল্প এবং চরিত্রের। ব্যাটে-বলে মিলে গেলে শিগগিরই আবার তাকে পাওয়া যেতে পারে বলে জানান তিনি।
এর আগে এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘মূলত আমি কিন্তু অভিনেতা না, গায়ক। আমি নিজেকে মিউজিশিয়ান পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। গান নিয়েই আমার সব স্বপ্ন। ওটাকেই নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আমার স্বপ্ন ছিলো গায়ক হব। গান চালিয়ে যাব, আর পাশাপাশি বেছে বেছে অভিনয় করব।’