সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: কুমিল্লার লাকসামে রবিবার (১সেপ্টেম্বর) স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
ওইদিন সকাল ৯ টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর, মিশ্রি ও শ্রীপুর গ্রামের ভোটারদের মাঝে এ স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান।
ওইদিন সকালে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) কাউছার হামিদ স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার নুসরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
লাকসাম পৌর শহরের এ মালেক ইন্সটিটিউট (রেলওয়ে হাই স্কুল) কেন্দ্রে সকাল ৯টা থেকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চলবে।
আগামী সোম এবং মঙ্গলবার (২ ও ৩ সেপ্টেম্বর) একই কেন্দ্রে একই সময় পৌরসভার দুই ও তিন নম্বর ওয়ার্ডের কুন্দ্রা, ডুরিয়া বিষ্ণপুর, পাইকপাড়া, বাইনচাটিয়া, বড়তুপা, কোমারডোগা, গোপালপুর, বিনয়ই, শিউরাইন গ্রামের ভোটারদের মাঝে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম চলবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান বলেন, আজ রবিবার (১ সেপ্টেম্বর) থেকে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত কেন্দ্রে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কেবলমাত্র ২০০৮ সাল থেকে ২০১৬ সালের হালনাগাদ পর্যন্ত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে।
এই ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) কাউছার হামিদ জানান, স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রমের সময় যাঁরা উপস্থিত থেকে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন না। তাঁরা পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দপ্তর থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।