
২০২৫ সালে সফলভাবে হজ মৌসুম সম্পন্ন হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কর্তৃপক্ষ আগামী ২০২৬ সালের হজ (১৪৪৭ হিজরি) মৌসুমের জন্য নিবন্ধন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে।
ইউএই নাগরিকদের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে। এ বছর হজে অংশ নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এমন নাগরিকদের, যারা আগে কখনও হজ পালন করেননি।
নিবন্ধন প্রক্রিয়াটি পরিচালনা করবে ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ এবং যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ (আউকাফ)। এ সংক্রান্ত যাবতীয় নিয়ম-কানুন, শর্তাবলি ও প্রক্রিয়ার বিস্তারিত তথ্য আগেভাগেই কর্তৃপক্ষের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। আবেদনকারীরা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
আগ্রহী নাগরিকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন পূর্ব প্রস্তুতি হিসেবে আউকাফের ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সিস্টেমে নির্ধারিত সব শর্ত পূরণে প্রস্তুত থাকেন। আধুনিক প্রযুক্তিনির্ভর এই নিবন্ধন ও নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হবে, যা আবেদনকারীদের সুবিধা নিশ্চিত করবে।
এই উদ্যোগটি ইউএই সরকারের উদ্ভাবনী, দক্ষ ও উন্নতমানের সেবাপ্রদান লক্ষ্যকে এগিয়ে নেওয়ার অংশ। দেশের নেতৃত্বের দূরদর্শী পরিকল্পনা অনুসারে, নাগরিকদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন সেবা নিশ্চিত করাই কর্তৃপক্ষের অন্যতম অঙ্গীকার।
এদিকে, চলতি বছর হজ পালন শেষে নিরাপদে দেশে ফেরা সব ইউএই হাজিদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছে আউকাফ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের অকুণ্ঠ সহযোগিতা এবং দেশের প্রাজ্ঞ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
