
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: এন সি পি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে। আত্মপ্রকাশ উপলক্ষে জুলাই স্মৃতিসৌধে এক মিনিট নীরবতা পালন করার মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হয়। নীরবতা পালন শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জুলাই স্মৃতি থেকে শুরু হয়ে হাসপাতাল মোড়, লিলি মোড় হয়ে গণেশতলা জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির এবং সদস্য সচিব ফয়সাল করিম সোয়েব। তাঁদের নেতৃত্বে জেলা কমিটির আত্মপ্রকাশ র্যালিটি সম্পন্ন হয়।
জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাংগঠনিক সম্পাদক মিনহাজ জামান, মো. জোবাইদুর হক।
যুগ্ম আহ্বায়ক তাফসির, ইলমাইল যুগ্ম সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, গোলাম মোস্তোফা, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরিফ রেজা এছাড়া অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মো. হযরত আলী অনিক, যুগ্ম আহ্বায়ক রিদয় রেজা, যুগ্ম সদস্য সচিব রিদয় ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
