Monday, November 17
Shadow

উত্তর-পূর্ব চীনের ছাংছুন শহরের সিনমিন অ্যাভিনিউ: অতীত ও বর্তমানের মেলবন্ধন

আফরিন মিম, সিএমজি বাংলা: উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের ছাংছুন শহরে অবস্থিত সিনমিন অ্যাভিনিউ যেন ইতিহাস আর আধুনিকতার এক অনন্য সাক্ষ্য। ১৯৩৩ সালে নির্মিত এই ঐতিহাসিক সড়কটি একসময় মাঞ্চুখুও সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর ও আদালতের কেন্দ্রবিন্দু ছিল। জাপানিদের দখলের সময় গঠিত মাঞ্চুখুও নামক কৃত্রিম রাষ্ট্রের বহু প্রশাসনিক ভবনই ছিল এই সড়কের দুই পাশে।

২০২৫ সালের ৫ জুলাই, আধুনিক রূপে এই অ্যাভিনিউ নতুন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সম্প্রতি সম্পন্ন হওয়া পুনর্নির্মাণ কাজের ফলে, ১ হাজার ৪৪৫ মিটার দীর্ঘ সড়কটির আশেপাশে সৃষ্টি হয়েছে অতিরিক্ত ৪.৫ হেক্টর নগর অঞ্চল ও ১৩টি ছোট ছোট থিম পার্ক, যা এলাকাটিকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও পরিবেশবান্ধব।

এই সড়কের মধ্যখানে ছাংছুন ইতিহাস ও সংস্কৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে, যা এই অঞ্চলের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ স্থান। এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে সাবেক ছাংছুন ডেইলি অফিসের ভবনকে রূপান্তর করে। এতে স্থানীয় ইতিহাস, মাঞ্চুকুও যুগের প্রেক্ষাপট এবং আধুনিক ছাংছুনের বিবর্তন তুলে ধরা হয়েছে।

উন্মুক্ত করে দেওয়ার পর থেকে দেশি-বিদেশি পর্যটকেরা ভিড় জমান এই নতুন সাজে সজ্জিত সিনমিন অ্যাভিনিউতে এবং ইতিহাস আর ঐতিহ্যের ছোঁয়া পেতে পা রাখেন জাদুঘরের প্রাঙ্গণে।

সিনমিন অ্যাভিনিউ এখন শুধু একটি সড়ক নয়, বরং একটি জীবন্ত ইতিহাস, যেখানে ছাংছুনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ মিলিত হয়েছে একই পথে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *