Thursday, August 14
Shadow

ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত ৮৯ ফিলিস্তিনি

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩১ জন ছিলেন সাহায্যপ্রত্যাশী। এই সময়ে আহত হয়েছেন ৫১৩ জন।

গাজার ওপর ইসরায়েলের লাগাতার হামলার মধ্যে, আরও পাঁচজন ফিলিস্তিনি—যাদের মধ্যে দুই শিশু রয়েছে—অনাহারে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে করে ক্ষুধাজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭-এ, যার মধ্যে ১০৩ জন শিশু।

ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলের হাতে নিহত আল জাজিরার চার সাংবাদিকের জানাজা সম্পন্ন করেছেন। এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে লন্ডন, বার্লিন, তিউনিস ও রামাল্লাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, চীন এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি এই লক্ষ্যভিত্তিক হামলার নিন্দা জানিয়েছে। জাতিসংঘ একে আন্তর্জাতিক মানবিক আইনের “গুরুতর লঙ্ঘন” বলে অভিহিত করেছে।

ইসরায়েলের গাজা যুদ্ধ এ পর্যন্ত অন্তত ৬১,৫৯৯ জনকে হত্যা করেছে এবং ১,৫৪,০৮৮ জনকে আহত করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশিকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *