Friday, November 14
Shadow

আর্থ সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি–মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

আজ ২৪ অক্টোবর রোজ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক সীরাত কনফারেন্স ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান থাকার পরও দেশের মধ্যে সর্বত্র অস্থিরতা বিরাজমান;মূল কারণ হচ্ছে সীরতের বাস্তবায়ন না থাকা।তাই,আর্থ সামাজিল ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি।


৯২ ভাগ মুসলমানের দেশে রাসূলের সীরাত অনুযায়ী দেশ পরিচালিত না হওয়া মুসলমান হিসেবে লজ্জার।

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. এসওয়াই ইউসুফ রমাদান বলেছেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে যেভাবে দাঁড়িয়েছে সেটা মূলত সীরাতের শিক্ষা। সীরাত জানার কারণেই তারা নির্যাতিত মুসলমানদের পক্ষে কার্যকরী পদক্ষেপ নিয়েছে।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাতেই হযরত মুহাম্মাদ সা. কে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাই,শুধু জানলে হবে না, মানার চেষ্টাই পারে প্রকৃত মানুষ তৈরি করতে।

আল্লামা মামুনুল হক বলেছেন , বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হয়েছে।তাই, ঐক্যবদ্ধভাবে সীরাত বাস্তবায়নের মাধ্যমে অনুপম আদর্শ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

কনফারেন্সে কবি মুসা আল হাফিজ, ড.আবিদ হোসেন,ইয়াহইয়া ইউসুফ নদভী,আবদুস সাত্তার আইনী, আহমাদ রফিককে সীরাত গবেষক ও লেখক হিসেবে সংবর্ধনা দেয়া হয়।পাশাপাশি কনফারেন্স উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক দেয়া হয়।

আন্তর্জাতিক সীরাত কনফারেন্স ২০২৫-এ আজ শুক্রবার দুপুর ২:০০ টায় শুরু হয়ে রাত ১১:০০ টায় শেষ হয়।

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম এর সভাপতিত্বে আন্তর্জাতিক সীরাত কনফারেন্সে আরও বক্তব্য রাখেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী,অধ্যক্ষ ইউনুস আহমদ, মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী,মাওলানা গাজী আতাউর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, মুফতি লুৎফুর রহমান ফরায়েজি, মুফতি শামছুদ্দোহা আশরাফী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *