Thursday, November 20
Shadow

আমি লিখি—এআই মসৃণ করে, সত্যটাই এটাই

সাবিত রিজওয়ান

আমি চ্যাটজিপিটির কাছে আমার লেখা শুধু মসৃণ করাই। “মসৃণ করা” বলতে কী বুঝাই, তা আগের আলোচনায় বলেছি।

“আপনি এআই—চ্যাটজিপিটির সাহায্য ছাড়া লিখতে পারেন না”—আমাকে এ ধরনের কথা বলা সম্পূর্ণ মূর্খতা।

আমি আহ্বান করি—মূর্খতা ভুলে যান।

যখন আমার হাতে স্মার্টফোন ছিল না, চ্যাটজিপিটির সঙ্গে পরিচয়ও ছিল না—তখন কি আমি লিখিনি? অবশ্যই লিখেছি। আমি যাঁদের অনুসরণ করি, তাঁরা এআই ছাড়া লিখেছেন; তাঁদের অদৃশ্য দোয়ায় আমিও লিখেছি, লিখতে পারি। লেখাগুলো কতটা শুদ্ধ হয় জানি না, তবে আপনাদের সেরা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি।

বর্তমানে এআই-এর সহায়তা নিচ্ছি—বেশি পাঠকের কাছে পৌঁছানোর জন্য এবং শেখার জন্য। মাছের তেল দিয়ে যেমন মাছ ভাজা যায়, আমিও কখনো কখনো এআই-এর তেল দিয়ে এআই-কেই ভেজেছি।

পাঠকের সংখ্যা কমছে, বই বিক্রি হচ্ছে না। ফলে প্রকাশকরাও নিজের খরচে বই ছাপতে আগ্রহ হারাচ্ছেন। আমাদের কর্তব্য—পাঠক বাড়ানো।

কোনো প্রকাশনী যদি নিজের খরচে বই ছাপায়, বইটিতে পাঠক তখন যাচাই করতে পারবেন—চ্যাটজিপিটির কতটুকু স্পর্শ রয়েছে। আমি আপনাদের বিভ্রান্ত করতে চাই না, বেইমানি করতে চাই না।

আমি কখনো চ্যাটজিপিটিকে বলিনি, “তুই আমাকে অমুক বিষয়ে কবিতা/গল্প লিখে দে”—এরপর সেই লেখা কোনো পত্রিকায় প্রকাশ করেছি—এমন কখনোই হয়নি।

আমি নিজের জ্ঞানে কবিতা–গল্প লিখেছি, আর চ্যাটজিপিটিকে বলেছি শুধু মসৃণ করে দিতে—সেই মসৃণ লেখা আমি ম্যাগাজিন বা পত্রিকায় প্রকাশ করেছি।

লেখালেখি করে আমি এক টাকাও আয় করিনি; বরং খরচই হয়েছে। যদি লেখালেখি করে আয় হতো, আমাকে নিয়মিত লিখতে হতো; প্রচুর চিন্তায় হয়তো বহু আগেই পাগলের মতো হয়ে যেতাম। তখন হয়তো নিজের মানসিক ভার কমাতে এআই-এর লেখা নিজের নামে চালিয়ে দেওয়ার প্রলোভনও আসত। কিন্তু বাস্তবে তা হয়নি।

আর আমি তো নিয়মিত লিখি না।

তাহলে কখন লিখি?

যখন সমাজ, দেশ, অতীত–বর্তমান–ভবিষ্যতের কোনো ঘটনা আমাকে জাগিয়ে তোলে; লিখতে বাধ্য করে।

জানি না আমি কতটা জাগ্রত।

আমাকে স্নেহ ও সম্মানের সঙ্গে বিশ্বাস করা আপনাদের কর্তব্য—আমি আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান।

কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, জসিমউদ্দীন, জীবনানন্দ দাশ এবং আরও কিছু কলম–সৈনিককে ফলো করি। আমি আজ যে ধরনের কবিতা লিখি, তার পিছনে অনেকের অবদান—তার মধ্যে একজন নুরুল কবির। তাঁদের কাছ থেকে আমি কবিতা সম্পর্কে কিছু শিখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *