
—সাবিত রিজওয়ান
আমি কি সত্যিই এতটাই খারাপ, যে তুমি আমায় ভালোবাসতে পারবে না?
গরিব মানুষের সাথে কি প্রেমে জড়ানো যায় না?
তুমি কি কোনো জমিদারের মেয়ে, যে সাধারণ মানুষের হৃদয়ের কাছে আসা তোমার মানায় না?
আজকের প্রশ্নগুলোর উত্তর ভালোবাসাও হতে পারে, আবার আঘাতের মতো কোনো তীক্ষ্ণ সত্যও হতে পারে।
তুমি কি সেই আকাশের চাঁদের আলো? আর আমি কি নর্দমার অন্ধকার, তাই আমাদের পথ মেলে না?
যদি পরিবেশের কথা বলো—
তোমার-আমার আধুনিকতা, স্মার্টনেস, পোশাক, আচরণ, চলাফেরা, কথা-বার্তা, সবকিছুর তুলনা করো—
তবে সেখানে আর প্রেম থাকে কোথায়?
ধনীর সাথে ধনীর প্রেম, গরিবের সাথে গরিবের—
এই হিসাব-নিকাশে ভালোবাসা তো নেই;
ভালোবাসা সওদাও নয়, বংশ-পরিচয়েরও নয়…
এটা কেবল হৃদয়ের অধিকার, আর সেই অধিকার তুমি কি আমাকে দেবে না?
