Thursday, September 18
Shadow

২০২৫ এক্সপ্লোরার পুরস্কার পেলেন চীনের ৫০ জন তরুণ বিজ্ঞানী


২০২৫ এক্সপ্লোরার পুরস্কার পেলেন চীনের ৫০ জন তরুণ বিজ্ঞানী। সোমবার সকালে ঘোষণা করা হয় এই তরুণ বিজ্ঞানীদের নামের তালিকা।

এই বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৯ জন নারী রয়েছেন, যা পুরস্কারটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা।

এ ছাড়া বিজয়ীদের মধ্যে ৬ জনের জন্ম ১৯৯০-এর দশকে।পাশাপাশি ৮টি গবেষণা প্রতিষ্ঠান প্রথমবারের মতো বিজয়ীর তালিকায় জায়গা করে নিয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণ প্রতিভাদের সহায়তার জন্য চীনের অন্যতম মর্যাদাপূর্ণ তহবিল কর্মসূচি এক্সপ্লোরার পুরস্কার চালু হয় ২০১৮ সালে।

প্রত্যেক বিজয়ী আগামী পাঁচ বছরে মোট ৩০ লাখ ইউয়ান (প্রায় ৪২,০০০ মার্কিন ডলার) পাবেন, যা তাদের গবেষণায় সম্পূর্ণ স্বাধীনভাবে ব্যবহার করা যাবে।

গত সাত বছরে এই পুরস্কার পেয়েছেন ৩৪৭ জন বিজ্ঞানী।

সূত্র: সিএমজি
































২০২৫ এক্সপ্লোরার পুরস্কার পেলেন চীনের ৫০ জন তরুণ বিজ্ঞানী। সোমবার সকালে ঘোষণা করা হয় এই তরুণ বিজ্ঞানীদের নামের তালিকা।এই বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৯ জন নারী রয়েছেন, যা পুরস্কারটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা।এ ছাড়া বিজয়ীদের মধ্যে ৬ জনের জন্ম ১৯৯০-এর দশকে।পাশাপাশি ৮টি গবেষণা প্রতিষ্ঠান প্রথমবারের মতো বিজয়ীর তালিকায় জায়গা করে নিয়েছে।বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণ প্রতিভাদের সহায়তার জন্য চীনের অন্যতম মর্যাদাপূর্ণ তহবিল কর্মসূচি এক্সপ্লোরার পুরস্কার চালু হয় ২০১৮ সালে।প্রত্যেক বিজয়ী আগামী পাঁচ বছরে মোট ৩০ লাখ ইউয়ান (প্রায় ৪২,০০০ মার্কিন ডলার) পাবেন, যা তাদের গবেষণায় সম্পূর্ণ স্বাধীনভাবে ব্যবহার করা যাবে।গত সাত বছরে এই পুরস্কার পেয়েছেন ৩৪৭ জন বিজ্ঞানী।সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *