Wednesday, October 1
Shadow

“সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা-সমৃদ্ধ সমাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা “সেরাদের সেরা ২০২৫”

এবারের সিজন-৬ এ প্রতিযোগিতার বিষয়:গান, অভিনয় ও আবৃত্তি

রেজিস্ট্রেশনের শেষ সময়: ০১ অক্টোবর ২০২৫
গ্রুপ: ক ও খ দুই ভাগে
মোট পুরস্কার: নগদ ২০ লক্ষ টাকা
পুরস্কার
চ্যাম্পিয়ন: নগদ ১ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদ
১ম রানার আপ: নগদ ৭৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ
২য় রানার আপ: নগদ ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ
৪র্থ ও ৫ম স্থান: ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ
এছাড়াও ৬ষ্ঠ থেকে ১০ম স্থান পর্যন্ত ক্রেস্ট, সনদসহ সকলের জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার

নিয়মাবলি
১. প্রতিযোগিতা থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।

২. প্রতিটি বিষয়ে ক ও খ গ্রুপ থাকবে।
ক গ্রুপ: ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত (মেয়েদের ক্ষেত্রে ৪র্থ শ্রেণি পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে)।
খ গ্রুপ: ৯ম থেকে মাস্টার্স পর্যন্ত।

৩. অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা সসাসের ওয়েবসাইট (www.sosasbd.org) এ প্রবেশ করে সেরাদের সেরা ব্লকে গিয়ে রেজিস্ট্রেশন ফরম যথাযথভাবে পূরণ করে আবেদন সাবমিট করবে।

৪. এছাড়াও জেলা ভিত্তিক সসাসের প্রতিনিধির মাধ্যমে সরাসরি ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে।

৫. রেজিস্ট্রেশন ফরম অনলাইনে সাবমিট নিশ্চিত না করলে কোন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

৬. রেজিস্ট্রেশন ফি: ১০০/- (একশত টাকা মাত্র)। যা অনলাইন ফরম পূরণের সময়ে নির্ধারিত নিয়মে (Bkash: 01575-781379) পরিশোধ করতে হবে।

৭. কোন প্রতিযোগী একাধিক বিষয়ে অংশ নিতে চাইলে তাকে অবশ্যই প্রতিটি বিষয়ে আলাদা ফরম পূরণ করে ফি পরিশোধসহ অনলাইনে সাবমিট নিশ্চিত করতে হবে।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)
www.sosasbd.org
01760-626742 (WhatsApp)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *