Thursday, August 21
Shadow

সিচাংয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মহাসমাবেশে যোগ দিলেন প্রেসিডেন্ট সি

সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক মহাসমাবেশে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় রাজধানী লাসার পোতালা প্রাসাদ চত্বরে আয়োজিত এই মহাসমাবেশে প্রায় ২০ হাজার স্থানীয় কর্মকর্তা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এ মহোৎসবে অংশ নেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিনপিং।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় কমিটির চেয়ারম্যান এবং কেন্দ্রীয় প্রতিনিধিদলের প্রধান ওয়াং হুনিং এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ দপ্তরের পরিচালক ছাই ছি।

সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল ১৯৬৫ সালের সেপ্টেম্বরে আঞ্চলিক গণকংগ্রেস বা স্থানীয় আইনসভা গঠনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। গত ছয় দশকে অঞ্চলটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।

জাতীয় সমীক্ষা বলছে, ২০২৪ সালে সিচাংয়ের জিডিপি দাঁড়ায় ২৭৬.৫ বিলিয়ন ইউয়ানে, যা ১৯৬৫ সালের তুলনায় ১৫৫ গুণ বেশি। গড় আয়ু ১৯৫০-এর দশকের ৩৫.৫ বছর থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭২.৫ বছর। দীর্ঘকালীন চরম দারিদ্র্য দূর করে অঞ্চলটি এখন সমগ্র চীনের মতোই মধ্যম আয়ের সমৃদ্ধ সমাজে পরিণত হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *