Tuesday, September 16
Shadow

শাংহাইতে বাড়ি কেনার নিয়মে ছাড়

আগস্ট ২৬, সিএমজি বাংলা ডেস্ক: শহরের আউটার রিং রোডের বাইরের এলাকায় বাড়ি কেনার ওপর থেকে কড়াকড়ি শিথিল করেছে শাংহাই। বিশেষজ্ঞরা বলছেন, এ পদক্ষেপ ঐতিহ্যবাহী সেপ্টেম্বর-অক্টোবর বিক্রয় মৌসুমের আগে আবাসন খাতে নতুন গতি আনবে এবং বাজারকে স্থিতিশীল করতে সাহায্য করবে।

নতুন নীতির মাধ্যমে স্থানীয় পরিবার ছাড়াও অন্তত এক বছর শাংহাইয়ে কর বা সামাজিক নিরাপত্তা ফান্ডে অবদান রাখা বাইরের শহরের বাসিন্দারাও এখন আউটার রিং রোডের বাইরের এলাকায় যেকোনো সংখ্যক বাড়ি কিনতে পারবেন।

এই নীতিমালায় ক্রয়-সংক্রান্ত বিধিনিষেধ সহজ করার পাশাপাশি হাউজিং প্রভিডেন্ট ফান্ড, ঋণনীতি এবং সম্পত্তি করের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।

ই-হাউস চায়না আরঅ্যান্ডডি ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ইয়ান ইউয়েচিন বলেন, ‘নীতির এ পরিবর্তনে বিশেষ করে অবিবাহিত ক্রেতারা উপকৃত হবেন। এটি বাড়ি কেনার প্রবণতা বাড়াতে সহায়ক হবে।”

তিনি আরও জানান, এ পদক্ষেপ সাম্প্রতিক জাতীয় পর্যায়ের নীতির সঙ্গে সঙ্গতি রেখে বাজারে আস্থা ফিরিয়ে আনবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *