Friday, August 15
Shadow

বোল্ড লুকে লাস্যময়ী সৃজিতের নায়িকা

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, এরপরে আসেন অভিনয়ে। সৃজিত মুখার্জির ‘‌এক্স প্রেম’‌ সিনেমা দিয়ে তার টলিউডে অভিষেক, এরপর মোড় ঘুরে যায় জীবনের। সিনেমাটিতে দারুণ প্রশংসিত হয়েছিল মিষ্টি হাসির শ্রুতি দাসের অভিনয়। 

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব অভিনেত্রী।

অন্তর্জালে তার ছবি মানেই যেন উষ্ণতা! সম্প্রতি বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে বেশ বোল্ড লুকেই দেখা গেছে শ্রুতিকে। 

ঊরু পর্যন্ত কালো রঙের টাইট প্যান্ট ও কালো রঙের অন্তর্বাস, ওপরে সাদা শার্ট এবং হাতে হাতে কফি মগ। কিচেনে দাঁড়িয়ে এমন কিলার লুকেই পোজ দিয়েছেন শ্রুতি, নেটিজেনদের মন্তব্য অন্তত তাই বলছে।

সৃজিতের সিনেমা দিয়ে শুরু হলেও এর পর সিনেমা, ওয়েব সিরিজ করেছেন শ্রুতি কিন্তু সেভাবে নিজেকে তুলে ধরতে পারছেন না।

অভিনেত্রী হিসেবে এখনো সফল তকমা না পেলেও মডেল হিসাবে সফল তিনি। 

নিজেকে ফিট রাখতে নিয়মিত কঠোর শরীরচর্চা করেন শ্রুতি। তার সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে একাধিক বোল্ড ছবি। টলিউডে পরবর্তীকালে অভিনেত্রী যে ঝড় তুলতে যাচ্ছেন সেটা যেন বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *