Tuesday, September 16
Shadow

বিএনপির অনেক নেতা এখন ফ্যাসিবাদের সুরে কথা বলছেন- ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশ ক্রমেই অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। ফ্যাসিবাদী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠছে। জুলাই যোদ্ধা নুরুল হক নূরের ওপর নৃশংস হামলা আমাদেরকে এ ইঙ্গিতই দিচ্ছে। আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য কিভাবে জুলাই যোদ্ধাদের ওপর হামলা করতে পারে। এ হামলা জুলাই যোদ্ধাদের প্রতি চরম বিদ্বেষ থেকেই হয়েছে। যাদের রক্তের উপর দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হলো তাদেরকে হত্যার চেষ্টা কোনভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে ভিডিও ফুটেজ দেখে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।
আজ বিকেলে পুরানা পল্টনস্থ দলের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিথ ছিলেন, নগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, শেখ মো. আবু তাহের, ইঞ্জনিয়ার গোলাম মোস্তফা, মুফতী আব্দুল আহাদ।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ ইতোমধ্যেই ঘোষনা করা হয়েছে। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড এখনও নিশ্চিত নয়। এখন একটি দলের নেতারা যেভাবে কথা বলছেন, যে তারা নিজেরা ধানের শীষের আলাদা ব্যালট পেপার ছাপাবে। এতে নির্বাচন কেমন হবে তা সহজেই অনুমেয়। অনেক নেতা বক্তব্য দিচ্ছেন, ধানের শীষ ছাড়া অন্য প্রতীকে ভোট দিয়ে সুস্থ ফিরতে পারবে না। এন পরিস্থিতিতে কেমন নির্বাচন হবে, এ নিয়ে দেশবাসী চরম শঙ্কিত। বিএনপির নেতারা এখন ফ্যাসিবাদের সুরে কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *