Tuesday, September 30
Shadow

প্রাথমিকে গানের শিক্ষকেরঅন্তরালে সমকামীতাকে প্রমোটকরার চক্রান্ত রুখে দিতে হবে: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের অন্তরালে সমকামীতাকে প্রমোট করার চক্রান্ত রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী। তিনি বলেন, বিরানব্বই ভাগ মুসলানের দেশে গানের শিক্ষক নিয়োগের কারণ কী? গানের শিক্ষক নিয়োগের জন্য কেউ কোনদিন দাবিও তুলেনি। তারপরও কাকে খুশি করতে এই গানের শিক্ষক? এর অন্তরালে সমকামীতাকে বৈধতার দেয়ার ষড়যন্ত্র চলছে।

আজ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, দেশের সচেতন অভিভাকগণ তাদের সন্তানদেরকে নিয়ে চিন্তিত। এরমধ্যে গানের শিক্ষক দিয়ে সরলমনা বাচ্চাদের মনে ইসলামবিমুখতা সৃষ্টি করার গভীর ষড়যন্ত্র বলেই মনে করছেন অনেকে।
তিনি বলেন, আমরা আমাদের সন্তানদেরকে গান শিখাতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে নৈতিকতা মূল্যবোধ শিখাতে চাই, যাতে তারা ভবিষ্যৎে ইসলাম বিমুখ হয়ে না পড়ে। আমাদের দাবি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *