
চীনের তৈরি তৃতীয় প্রজন্মের পারমাণবিক রিঅ্যাক্টর হুয়ালং ওয়ান এখন বিশ্বে সবচেয়ে বেশি নির্মিত রিঅ্যাক্টর। শুক্রবার দক্ষিণ চীনের শেনচেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপ। খবর সিএমজি বাংলা
বিশ্বজুড়ে এই রিঅ্যাক্টরের ৪১টি ইউনিট চালু বা নির্মাণাধীন আছে। চালু হওয়া ইউনিটগুলো বছরে ১০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন করে, যা একটি মধ্যম আয়ের দেশের প্রায় দশ লাখ মানুষের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। একই সঙ্গে প্রতি ইউনিট বছরে প্রায় ৮১ লাখ ৬০ হাজার টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাচ্ছে।
এখন পর্যন্ত বিশ্বে হুয়ালং ওয়ানের ৭টি ইউনিট বৈদ্যুতিক গ্রিডে যুক্ত হয়েছে, এবং সবকটিই চমৎকার কার্যক্ষমতা প্রদর্শন করছে বলে জানানো হয়।
চীনের নিজস্ব এ প্রযুক্তি শুধু পরিচ্ছন্ন জ্বালানির সমাধান নয়, বরং কার্বন নিঃসরণ কমানো ও ডিকার্বনাইজেশন কৌশলের মূল ভিত্তি। হুয়ালং ওয়ান আন্তর্জাতিক সব নিরাপত্তার মানদণ্ডও পূরণ করেছে। এটি ইতোমধ্যেই ইউরোপিয়ান ইউটিলিটি রিকোয়ারমেন্টস সার্টিফিকেশন এবং যুক্তরাজ্যের জেনেরিক ডিজাইন অ্যাসেসমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
ইতোমধ্যে পাকিস্তান ও আর্জেন্টিনাসহ ২০টির বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে এই রিঅ্যাক্টর নিয়ে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা করেছে চীন।
পাকিস্তান এই রিঅ্যাক্টরের প্রথম বিদেশি প্রদর্শনী প্রকল্প বাস্তবায়ন হয়েছে, যেখানে করাচি-২ এবং করাচি-৩ নামের দুটি ইউনিট কার্যকর রয়েছে। চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন (সিএনএনসি) জানায়, এখন পর্যন্ত ওই দুই ইউনিট থেকে ৪৮ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বছরে প্রায় ১ কোটি ৪৯ লাখ টন কয়লা সাশ্রয় হয়েছে এবং ৩ কোটি ৯১ লাখ টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমেছে।