Thursday, August 14
Shadow

পাতাবাহার 

হানিফ সরকার শান্ত

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ 

আমি পথপ্রান্ত ঘুরে শেষে

পৌঁছে গেলাম উচ্চতম পাহাড়ের দেশে।

মনের বিস্ময়ের অনুভূতি প্রকাশ করিব কারে?

উচ্চতম পাহাড়ের পাশে,

নদীর তীরে বসে

এক রমণী,

গাইছে সাম্যের গান,

“মানুষ হওয়াটাই মহান।

তার কাজল-কালো নেত্রপলক,

সাদা আবরণের শাড়ি,

নিলো আমার মন কেড়ে।

উচ্চতম পাহাড় অতিক্রম করে,

উপস্থিত হইলাম নদীর তীরে।

এই সেই মহিষী রমণী,

মৌনতার পদদেশে বসে,

দুঃখ-কষ্ট বিলাতে পারব তার মনদেশে।

অধীর আগ্রহে চাইলাম তার মন।

সে বললো,

“আমার মনে ঈশ্বরের আগমন।

তোমার লাগি ছাড়িব পাহাড়, পথপ্রান্তর,

যদি তুমি কর আমার মনরাজ্যে আগমন।”

সে বললো,

“কিছু ফুল পাতাবাহারের সমতুল্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *