Tuesday, September 16
Shadow

পাইকগাছা পৌরসভার ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল সেরা করদাতার সম্মাননা 

পাইকগাছা প্রতিনিধি 

পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ৩ মাসের বেতন বন্ধ সহ প্রায় ৩১ লক্ষ টাকার ঘাটতি পূরণ করে মাত্র এক বছরে সকলের সহযোগিতা নিয়ে বর্তমানে উদ্বৃত্ত ১২ লক্ষ টাকা। কৃতিত্ব টা প্রাপ্তদার পাইকগাছা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তথ্যটি পৌর নির্বাহী অফিসার মোঃ লালু সরদার এর মাধ্যমে জানাগেছে। এ উপলক্ষ্যে কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে প্রথম বারের মতো পাইকগাছা পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৫জন সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।পাইকগাছা পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পাইকগাছা পৌরসভার কার্যালয়ে কর নিরুপন ও আদায় স্থায়ী কমিটির সভাপতি, ৬ ও ৯ নং ওয়ার্ড প্রশাসকের কর্মসম্পাদন সহায়ক কমিটির সদস্য এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা ওর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদারের সঞ্চালনায় বক্তৃতা করেন, থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ। অনুষ্ঠান শেষে পৌরসভার সেরা করদাতা ব্যক্তি পর্যায়ে আলহাজ্ব এস এম ফয়সাল মাহমুদ অপু ও আলহাজ্ব আমিন উদ্দিন সানা কে, প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের পক্ষে বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে সিনিয়র সহকারী শিক্ষক প্রদীপ কুমার শীল এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব হাতে সম্মাননা স্মারক, টুপি ও মগ তুলে দেন অতিথিরা। এসময় ৪ ও ৩ নং ওয়ার্ড প্রশাসকের কর্মসম্পাদন সহায়ক কমিটির সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পৌর প্রকৌশলী এমএম নূর আহমদ, উপকূলীয় জলবায়ু সহিষ্ণু প্রকল্পের সিএম মো. কওসার আলী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, কর আদায়কারী মো. সাইদুর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, সহকারী কর আদায়কারী হেমেন্দ্র নাথ গাইন, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, মো. ইমদাদুল হক, শাহিন হোসেন ও বিকাশ চন্দ্র ঘোষ, কবিতা গাইন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *