Wednesday, September 17
Shadow

পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায় এর ১৬৪ তম জন্মোৎসব পালিত

 পাইকগাছা প্রতিনিধি 

পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে মধ্যদিয়ে জগৎ খ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায় এঁর ১৬৪ তম জন্মোৎসব পালিত হয়েছে।

 শনিবার সকালে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে বিজ্ঞানীর জন্মভিটায় জেলা ও উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিজ্ঞানী পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ তাঁর স্মৃতি বিজড়িত ও সংরক্ষিত স্মৃতি চিহ্ন, জীবন ও কর্ম নিয়ে ঐতিহাসিক নিদর্শনাবলী, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উপস্থাপন ও উদ্ভাবনী উদ্যোগে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আকতার হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, ওসি রিয়াদ মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, জামায়াতের জেলা ইউনিট সদস্য ও সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মোমিন সানা, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল হাশেম।

স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন অব. শিক্ষক ও লেখক জয়ন্ত কুমার ঘোষ, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, শহিদুল ইসলাম শেখ, হাবিবুল্লাহ বাহার, উৎপল বাইন, প্রধান শিক্ষক গৌতম মন্ডল, প্রাক্তন শিক্ষক জয়ন্ত ঘোষ, শিক্ষার্থী ফাতিন আনজুম, অরিত্র দাশ ও মিলি মন্ডল। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পার্থ প্রতিম রায়, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, আই সিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, প.প. কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ, প্রভাষক স্বপন ঘোষ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, উপাধ্যক্ষ এসকে মহিবুল্লাহ সহ বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জন্মজয়ন্তীতে বক্তারা বিজ্ঞানীর জীবনাদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করে বলেন বিজ্ঞানী পিসি রায় শুধু বাংলাদেশের গর্ব নয়, সারা বিশ্বের গর্ব। তিনি একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে সমাজে চির স্মরণীয় হয়ে থাকবেন। বক্তারা বিজ্ঞানীর মায়ের নামে দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভূবণ মোহিনী মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণ, বিজ্ঞানীর কর্মময় জীবন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং বিজ্ঞানীর বসতবাড়ি সংরক্ষণ, বোয়ালিয়া ব্রীজ ও কৃষি কলেজ পিসি রায়ের নামকরণের জোর দাবি জানান। উল্লেখ্য বিজ্ঞানী পিসি রায় ১৮৬১ সালের ২ আগস্ট পাইকগাছার কপোতাক্ষের তীরে রাড়ুলীতে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৪ সালে ১৬ জুন ৮২ বছর বয়সে কোলকাতার বেঙ্গল প্রেসিডেন্সিতে চিরকুমার বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনাবসান ঘটে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *