Tuesday, September 16
Shadow

নোয়াখালীতে ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের উপর হামলা ও ছাত্রশিবিরের উপর অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

 সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে ছাত্রদলের অব্যাহত মিথ্যাচার,ডাকসু বানচলের ষড়যন্ত্র, বাকৃবি ও নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা।

মিছিলে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক এইচ এম আবু মুসা। 

 সমাবেশে আরো বক্তব্য দেন শহর সভাপতি হাবিবুর রহমান আরমান। 

প্রধান অতিথি এইচ এম আবু মুসা বক্তব্যে বলেন,  হাট্টিমাটিম কবিতা যেমন শুনতে ভালোলাগে কিন্তু তার সত্যতা নেই তদ্রূপ ছাত্রদল ছাত্রশিবিরের উপর যেসকল আভিযোগ তুলেছে তার কোন ভিত্তি নেই। ছাত্রসমাজ জানে কারা নারীর প্রতি নিপিড়ন কারী। ছাত্রশিবির সবসময় নারীর অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং যারা ছাত্রশিবিরের নামে মিথ্যা প্রপাগাণ্ডা ছাড়ায় তাদেরকে ছাত্রশিবির সচেতন ছাত্রসমাজকে নিয়ে প্রতিহত করা হবে।

বিশেষ অতিথি হাবিবুর রহমান আরমান বলেন,  এই বাংলাদেশের মানুষ দেখেছে ছাত্রশিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকে তার সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত করছে। সুতরাং ইসলামী ছাত্রশিবিরের নামে মিথ্যা প্রপাগাণ্ডা চালিয়ে ছাত্রদের থেকে দুরে সরিয়ে রাখা যাবে না। বরং ছাত্রসমাজ ছাত্রশিবিরকে তাদের হৃদয়ের মনিকোঠায় যায়গা করে নিয়েছে। 

আর ছাত্রসমাজ দেখেছে কারা চাঁদাবাজি এবং নারী নিপিড়নের সাথে সম্পৃক্ত। সুতরাং নিজেদের অপকর্মের দায় ছাত্রশিবিরের উপর দিয়ে আমাদের পথচলা স্তব্ধ করা যাবে না। 

ছাত্রশিবির তার কাজ আল্লাহর রহমতে ছাত্রসমাজেকে সাথে নিয়ে করে যাবে, ইন শা আল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *