Tuesday, September 16
Shadow

নবায়নযোগ্য জ্বালানিতে রেকর্ড চীনের

চীন চলতি বছরের প্রথম ছয় মাসে সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড অগ্রগতি অর্জন করেছে। চায়না ইলেকট্রিসিটি কাউন্সিলের দেওয়া তথ্যমতে, নবায়নযোগ্য জ্বালানিতে নতুন সংযোজিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে।

জানুয়ারি থেকে জুন পর্যন্ত চীনে মোট ২৯ কোটি কিলোওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যোগ হয়েছে। এর মধ্যে সৌরবিদ্যুৎ ১০৭.১ শতাংশ বেড়েছে পৌঁছেছে ২১ কোটি কিলোওয়াটে। বায়ু বিদ্যুৎ ৯৮.৯ শতাংশ বেড়ে হয়েছে ৫ কোটি কিলোওয়াট।

কাউন্সিলের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান চাং লিন জানালেন, চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদে প্রতিবছর গড়ে ২০ থেকে ৩০ কোটি কিলোওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে।

চিয়ামেন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি নীতি বিষয়ক অধ্যাপক লিন বোছিয়াং বলেন, ‘এই পরিসংখ্যান প্রমাণ করে যে চীন দ্রুততার সাথে বড় পরিসরে নবায়নযোগ্য প্রযুক্তি বাস্তবায়ন করতে সক্ষম এবং বৈশ্বিক নেতৃত্বে অবস্থান করছে।’

কাউন্সিলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে চীনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রেকর্ড ৩.৯ টেরাওয়াটে পৌঁছাবে, যার মধ্যে ৬১ শতাংশ হবে জীবাশ্মবিহীন বা নন-ফসিল উৎস থেকে।

একইসঙ্গে বাড়বে বিদ্যুতের চাহিদাও। এ চাহিদা ২০২৫ সালে আরও ৫-৬ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কাউন্সিলের তথ্যানুযায়ী, ইন্টারনেট ও ক্লাউড সেবা খাতে বিদ্যুৎ ব্যবহার বেড়েছে ২৭.৪ শতাংশ এবং বৈদ্যুতিক যানবাহনের চার্জিং ও ব্যাটারি বদল সেবায় বেড়েছে ৪২.৪ শতাংশ।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *