Tuesday, September 16
Shadow

নড়াইলে সিপিবির পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা কমিটির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্ণী চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন-কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না।  

নড়াইল জেলা কমিটির সভাপতি বিএম বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন রায়সহ দলীয় নেতাকর্মীরা।

এছাড়া সম্মেলন উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্ণী চক্রবর্তী বলেন, একটির পর একটি সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করলেও দেশে গুম, খুন, ধর্ষণ, নারী নির্যাতন বেড়েই চলেছে। আমরা বিশ্বাস করি, কমিউনিস্ট পার্টি অসাম্প্রদায়িক রাজনীতিতে আস্থাশীল। কিন্তু দুঃখজনকভাবে দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হচ্ছে, দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে, নারী নিপীড়ন বাড়ছে। গ্রাম থেকে শহর সর্বত্রই এ পরিস্থিতি বিদ্যমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *