Tuesday, September 30
Shadow

দিনাজপুরে সদরের শামসুল হত্যার রহস্য উন্মোচন হয়েছে। ঘাতক গ্রেফতার

মাসুদুর রহমান,  দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মাদক সেবনে বাধা দেয়ায় ৬০ বছরের বৃদ্ধ শামসুল কে নির্মমভাবে হত্যা করে মাদকাসক্ত ঘাতক সাজ্জাদ (৪১)। ঘটনাটি ঘটেছে কোতয়ালী থানার শেখপুরা ইউনিয়নের গাবুরা এলাকায়। ৭২ ঘন্টার টানা অভিযানের মাধ্যমে ঘাতক সাজ্জাদ কে আটক করে কোতয়ালী থানা পুলিশ। এর আগে ০১/০৮/২৫ তারিখ হত্যার পর একটি পরিত্যক্ত নির্মানাধীন ভবনে শুকনো পাতা দিয়ে মৃতদেহ ঢেকে রাখে ঘাতক সাজ্জাদ। মৃতদেহ পচে গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ০৩/০৮/২৫ তারিখ বৃদ্ধ সামসুলের লাশ উদ্ধার করে পুলিশ। শুরু হয় নিবিড় তদন্ত। গ্রেফতার হওয়ার পর সাজ্জাদ পুলিশকে নানাভাবে মিসগাইড করার চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা আর হয়নি। একে একে উদ্ধার হয় হত্যাকান্ডে ব্যবহৃত চাকু, মাদক সেবনের উপকরণ সহ পারিপার্শ্বিক সকল সাক্ষ্যপ্রমাণ। পুলিশের দক্ষ এবং পেশাদার তদন্ত কার্যক্রমের ফলে হত্যাকান্ডের সকল দিক উন্মোচিত হয়।

নিহত শামসুলের  পরিবার হত্যার বিচার চায়। এবং ঘাতক যেন কোনভাবেই আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে। তার পরিবারের এটিই দাবি।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুজ্জামান জানান তার বিরুদ্ধে একটি  হত্যা মামলা রুজু হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *