Tuesday, September 16
Shadow

জুলাই বিপ্লব স্টেকহোল্ডারদের নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের

জুলাই যোদ্ধা ও গণঅধিকার পরিষদের সভাপতি সবেক ভিপি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী।  সেইসাথে জুলাই যোদ্ধাদের সম্মানে তাদের কোনরূপ বিচার, শাস্তি, তাদের কাজের জন্য অপরাধি হিসেবে সাব্যস্ত না করতে আহ্বান জানান তিনি।
আজ বিকেলে এলিফ্যান্ট রোডস্থ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা জালাল হোসাইন, অধ্যাপক  মিয়া হোসেন।

শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী জুলাই সনদে রাজনৈতিক দল গুলোর কোন বিরুপ মতামত গ্রহণযোগ্য নয়। জুলাই যোদ্ধাদের হত্যার বিচার ও গুম ঘরে আটক করে যারা শাস্তি দিয়েছে তাদের বিচার ছাড়া নির্বাচন হতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জুলাই সনদের বিরোধীতাকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং স্থায়ীভাবে রাজনীতি করতে না দেওয়া। জুলাই সনদ অস্বীকারকারীদের শাস্তিযোগ্য অপরাধী হিসেবে সাব্যস্ত করতে হবে। জুলাই সনদকে রাষ্ট্রীয় মুলনীতি বা আদর্শ হিসেবে নির্ধারণ করতে হবে। যা ৯২% মুসলমানদের ধর্ম ইসলাম, ইসলামের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার, ইসলামের প্রতি আস্থা ও বিশ্বাস এবং সকল কর্মের ভিত্তি ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল করতে হবে। সেইসাথে সকল ধর্মের ধর্মকর্ম পালনের স্বাধীনতা ও  নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, জুলাই বিপ্লবে অংশগ্রহনকারি সকলের চাকুরী বা কর্ম সংস্থানের ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, চিকিৎসা, শিক্ষা ও পারিবারিক ভাতা ইত্যাদির ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করতে হবে। শাপলা হত্যাকান্ডের বিচার ও হেফাজতের দাবি সমুহ মানতে হবে। পীলখানা হত্যাকান্ডের ন্যায্য বিচার ও ক্ষতিগ্রস্তদের  ক্ষতিপুরণ দিতে হবে।
তিনি বলেন, জুলাই বিপ্লব স্টেকহোল্ডারদের নিয়ে জাতীয় সরকার গঠন করা না হলে ৭৫’এর মত জুলাই বিপ্লীবদেরকেও হত্যা করা হতে পারে। কাজেই এটা হতে দেয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *