
আগস্ট ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২ কোটি নতুন প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ প্রশাসন।
সংস্থার প্রধান লু ওয়েন জানান, পরিকল্পনার শুরুর পর থেকে চীনের ব্যবসাবান্ধব পরিবেশ আরও উন্নত হয়েছে, যার ফলে উদ্যোক্তা সৃষ্টির প্রক্রিয়া পূর্ণমাত্রায় উন্মোচিত হয়েছে।
একই সময়ে দেশে প্রায় ৩ কোটি ৪০ লাখ পরিবারভিত্তিক ব্যবসাও বেড়েছে বলে জানান তিনি।
চীন সরকার ন্যায্য প্রতিযোগিতা ও বাজার শৃঙ্খলা রক্ষায় একচেটিয়া ব্যবসা দমনে জোরদার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে ঝুঁকি পর্যবেক্ষণ ও মূল্যায়ন, বিশেষত প্ল্যাটফর্ম অর্থনীতির নিয়মিত নজরদারি, এবং অন্যায্য প্রতিযোগিতা ঠেকাতে সুস্পষ্ট নিয়ম নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে প্রশাসন বিশেষ সহায়তা কর্মসূচিও চালু করেছে।
সূত্র: সিএমজি