Thursday, August 21
Shadow

চন্দ্রাভিযান রকেটের স্ট্যাটিক ফায়ার টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে চীন

মনুষ্যবাহী চন্দ্রাভিযান কর্মসূচিতে আরেকধাপ এগিয়েছে চীন। ১৫ আগস্ট লং মার্চ-১০ ক্যারিয়ার রকেটের প্রথম স্ট্যাটিক ফায়ার টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চায়না ম্যান্ড স্পেস এজেন্সি—সিএমএসএ।

চীনের নতুন প্রজন্মের এ রকেটটি মহাকাশচারীদের চাঁদে পাঠানোর জন্য নকশা করা হয়েছে।

শুক্রবার বিকালে হাইনানের ওয়েনছাং স্পেসক্রাফট লঞ্চ সাইটে, রকেটের প্রথম ধাপের সাতটি ইঞ্জিন একসাথে চালু হয়। পরীক্ষায় বিভিন্ন নির্ধারিত ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রায় ১,০০০ টন থ্রাস্ট অর্জন করা হয়েছে—যা এখন পর্যন্ত চীনের সবচেয়ে বড় ফায়ার টেস্ট।

সিএমএসএ জানিয়েছে, এ পরীক্ষায় একসাথে সাতটি ইঞ্জিনের দক্ষতা মূল্যায়ন হয়েছে এবং সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে।

লং মার্চ-১০ ক্যারিয়ার রকেট সিরিজটি চীনের মনুষ্যবাহী চন্দ্র অনুসন্ধান মিশনের জন্য বিশেষভাবে তৈরি, যার মধ্যে দুটি কনফিগারেশন রয়েছে—লং মার্চ-১০ রকেট এবং লং মার্চ-১০এ রকেট।

মার্চ-১০এ’তে আছে দুই ধাপের পুনঃব্যবহারযোগ্য রকেট, যার ব্যাস ৫ মিটার, উচ্চতা সর্বোচ্চ ৬৭ মিটার। এর প্রথম ধাপ পুনঃব্যবহারযোগ্য। এটি মেংচৌ মানববাহী মহাকাশযান ও থিয়ানচৌ কার্গো মহাকাশযান উৎক্ষেপণে ব্যবহৃত হবে।

সিএমএসএ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী অবতরণের জন্য পরবর্তী ধাপে আরও প্রযুক্তিগত পরীক্ষা চালানো হবে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *