
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম
কুমিল্লার মনোহরগঞ্জে কথা কাটাকাটির জেরে ফরহাদ হোসেন (১৮) নামে এক কিশোরকে হত্যার অভিযোগে ওঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ ঘটনাটি ঘটেছে। নিহত ওই কিশোর উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনোহরগঞ্জ থানা পুলিশ মাহফুজ (১৫) নামে অপর এক কিশোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই কিশোর উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের রবিউল হোসেনের ছেলে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরহাদ ও মাহফুজ দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে আসছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাজ শেষে তারা ব্যাটারী চালিত অটোরিকশায় করে লক্ষণপুর বাজারে আসে। এ সময় রিকশা ভাড়া দেওয়া নিয়ে তাদের দু’জনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ফরহাদের বুকে রড ঢুকিয়ে দেয়। এতে ফরহাদ গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এদিকে স্থানীয় লোকজন মাহফুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এই ব্যাপারে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার (২ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।