Thursday, September 18
Shadow

ওষুধশিল্পে দ্বিতীয় বৃহত্তম চীন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ওষুধশিল্পের আসনে এখন চীন। উদ্ভাবনী ওষুধ গবেষণা ও উন্নয়নে চীন এখন বিশ্বে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে।

চীনের জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসনের উপপ্রধান ইয়াং শেং শুক্রবার রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২১-২০২৫) সময়কাল শুরুর পর থেকে চীন ইতোমধ্যে ৩৮৭টি শিশুদের জন্য ওষুধ এবং ১৪৭টি বিরল রোগের ওষুধ বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। এতে জনগণের ওষুধের চাহিদা পূরণে দেশটি বড় অগ্রগতি অর্জন করেছে।

ইয়াং শেং আরও জানান, ওষুধ নিরাপত্তা নিশ্চিত করা ও উদ্ভাবনী গবেষণাকে উৎসাহ দিতে চীন সমন্বিত পদক্ষেপ নিয়েছে। এর ফলে ফার্মাসিউটিক্যাল শিল্প কেবল দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করেছে।

সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *