
চীনা বিজ্ঞানীরা তৈরি করেছেন পোকা আকৃতির এক অভিনব রোবট—‘ইলেকট্রনিক তেলাপোকা’। নেচার কমিউনিকেশনস–এ প্রকাশিত গবেষণা প্রবন্ধে বিস্তারিত তুলে ধরা হয়েছে এ উদ্ভাবনের।
২ সেন্টিমিটার লম্বা ও ১ গ্রাম ওজনের এই ক্ষুদে রোবট সহজেই সঙ্কীর্ণ স্থানে চলাচল করতে পারে। আসল তেলাপোকার মতো এর সহনশীলতাও দারুণ। ওজনে ১ গ্রাম হলেও সহ্য করতে পারে ৬০ কেজি পর্যন্ত চাপ!
গবেষণায় বলা হয়েছে, ইলেকট্রনিক তেলাপোকাটি সেকেন্ডে নিজের দেহের দৈর্ঘ্যের ৪.৮ গুণ গতিতে সামনে এগোতে পারে। বাঁক নিতে পারে প্রতি সেকেন্ডে ২৮০ ডিগ্রি।
চীনের সিছুয়ান প্রদেশের ছেংতুতে অবস্থিত ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক উ ইছুয়ান জানান, রোবটটি নমনীয় উপাদানে তৈরি। এর গঠন নমনীয় এক্সোস্কেলেটনের মতো, যা চাপ পেলে ভাঁজ হয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো রক্ষা করে এবং চাপ সরে গেলে দ্রুত আগের অবস্থায় ফিরে আসে।
এই মাইক্রোবটের বড় সুবিধা হলো—একটি মাত্র অ্যাকচুয়েটরের ফ্রিকোয়েন্সি বদলে পায়ের শেষ অংশের মাধ্যমে গতিপথের আকার, দিক ও ঢাল নিয়ন্ত্রণ করা যায়। এ ছাড়া এটি স্থল ও জলে চলতে সক্ষম। পানিতে গেলে চারটি পা প্যাডেলের মতো কাজ করে।
গবেষকদের আশা, দুর্যোগে আটকে পড়া মানুষ খোঁজা, পাইপলাইন পরীক্ষা কিংবা সঙ্কীর্ণ স্থানে কাজের জন্য এই রোবট কাজে লাগতে পারে। তবে এর এখন পর্যন্ত বড় সীমাবদ্ধতা হলো এর ব্যাটারি একটানা মাত্র ২০ মিনিট কাজ করে।
সূত্র: সিএমজি