Tuesday, September 16
Shadow

আওয়ামী লীগ ভারতের তাবেদারী করে দেশকে পরাধীন করেছে: নড়াইলের জনসভায় চরমোনাই পীর

নড়াইল সংবাদদাতা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন,ভারতের সঙ্গে আওয়ামীলীগ ১০টি গোপন চুক্তি করে দেশকে পরাধীন জাতিতে পরিণত করেছিল। আওয়ামীলীগ দেশের জন্য রাজনীতি না করে ভারতের তাবেদারি করেছে। 

তিনি বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর)  পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না; জবাবদিহিমূলক সরকার কায়েম হবে। একটি সুন্দর দেশ গঠন হবে। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। সকল দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।

বাংলাদেশকে ভবিষ্যৎ স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার , গনহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর ) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে জনসভার আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখা এ জনসভার আয়োজন করে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মাওলানা মো: খায়রুজ্জামান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর নেতা মাওলানা জান্নাতুল ইসলাম, নড়াইল জেলা সেক্রেটারি ডা: এসএম নাসির উদ্দিন,নড়াইল-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।

চরমোনাই পীর আরও  বলেন, আওয়ামীলীগ দিনের ভোট রাতে বাক্সে ঢুকিয়ে বিগত বছরগুলিতে ক্ষমতায় আসীন ছিল।বিগত ৫ আগষ্ট পর্যন্ত পতিত ফ্যাসিস্টদের হাতে অনেক মায়ের কোল খালি হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেয়ার পাঁয়তারা করে যাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে একই সাথে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায়, বক্তব্যে ও মন্তব্যে শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে। কারণ কোন অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে এদেশে আর কোন সুযোগ করে দেয়া যাবে না।

চরমোনাই পীর সমাবেশ শেষে নড়াইলের ২টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরা হলেন-নড়াইল-১ (কালিয়া- সদর উপজেলার আংশিক) আসনে মাওলানা আব্দুল আজিজ এবং নড়াইল-২ আসনে (লোহাগড়া-নড়াইল সদরের আংশিক) অধ্যক্ষ মাওলানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *