
হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়েট শিক্ষক
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিযোগিতা ‘হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আজমাঈন ইয়াক্কিন সৃজন।
তিনি এক্সপেরিমেন্টাল টিচিং ট্র্যাক বিভাগের মোস্ট ভ্যালুয়েবল ইন্সট্রাক্টর (এমভিআই) হিসেবে এ অসাধারণ সাফল্য অর্জন করেন।
চীনের শেনচেনে অবস্থিত হুয়াওয়ের প্রধান কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের আইসিটি শিক্ষাবিদ ও প্রশিক্ষকরা অংশ নেন। নাহার/আজাদ
এরই সঙ্গে শেষ হলো সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আজকের পরিবেশনা। এতোক্ষণ সঙ্গে ছিলাম আমি আফরিন মিম এবং আমি হোসনে মোবারক সৌরভ।
সূত্র: সিএমজি...