ফেন্টানাইল এবং এ সম্পর্কিত অন্যান্য মাদকের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। এরপর চীন থেকে চোরাচালান হয়েছে এমন কোনও মাদকের চালান বিশ্বের কোনও দেশেই আটকের কোনো খবর পাওয়া যায়নি। চায়না ডেইলির কাছে একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর প্রিকার্সর এবং নতুন মনোসক্রিয় পদার্থ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান উ থিংফ্যাং আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবসের আগে এই তথ্য জানিয়েছেন।
চীনের সর্বশেষ পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, সব নাইটাজেন এবং আরও ১২টি নতুন মনোসক্রিয় পদার্থকে নিয়ন্ত্রিত ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করা।
মাদক-সংক্রান্ত মামলার সংখ্যা, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনের সংখ্যা, জব্দ করা মাদকের পরিমাণ এবং মাদক ব্যবহারকারীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
সূত্র: সিএমজি