
তৃতীয় দিনেও হয়নি কুয়েটের ক্লাস, সাড়ে ৭ হাজার শিক্ষার্থী বিপাকে
এম এন আলী শিপলু, খুলনা : দীর্ঘ আড়াই মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হওয়ার তৃতীয় দিনেও শিক্ষকরা যাননি ক্লাসে। শিক্ষকদের লাঞ্চিত করা শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত তারা ক্লাসে আসবে না এবং পরীক্ষাও নিবে না। তাদের এই সিদ্ধান্তের ফলে কুয়েটের সাড়ে ৭ হাজার শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।মঙ্গলবার (৬ মে) সকালে কুয়েট ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় শিক্ষার্থীবিহীন ক্লাসরুমগুলো ফাঁকা। হলের শিক্ষার্থীদের বেশিরভাগই নিজ-নিজ কক্ষে অবস্থান করতে দেখা গেছে। কিছু-কিছু হলের সামনে আড্ডা দিচ্ছে, আবার অনেককেই রাস্তায় চলাচল করতে দেখা যায়। ক্যাম্পাসের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের দেখা তেমন একটা মেলেনি। নিরাপত্তার জন্য প্রধান গেটে পুলিশ মোতায়েন রয়েছে।কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, গত ১৮ ফেব্...