খুলনা প্রতিনিধি
‘কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই’ শীর্ষক স্লোগানের আলোকে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি’র একাদশ জাতীয় সম্মেলন আগামী ১৬ মে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে খুলনা জেলা কমিটির এক সভা রবিবার (৪ মে) বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে ক্ষেতমজুর সমিতি’র জেলা সভাপতি এড. চিত্তরঞ্জন গোলদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অশোক কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মোঃ ফরহাদ হোসেন, মুকুল হালদার, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, নির্বাহী সদস্য মোঃ আব্দুল হালিম প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে পল্লী রেশনিং ও গ্রাম শহরে নায্যমূল্যের দোকান চালু, ষাটোর্ধ্ব বয়সী মজুরদের বিনা জমায় মাসিক ১০ হাজার পেনশন প্রদান, মজুরের সন্তানকে সরকারি খরচায় প্রশিক্ষণ দিয়ে বিদেশে চাকুরীর ব্যবস্থা করা, হাওড়-বাওড়সহ সরকারি সকল জলাভূমিতে জেলেদের মাছ ধরার অধিকার, মজুরদের স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করে মহাজনী শোষণ বন্ধ ও এনজিও ঋণ পরিশোধে খাইখালাসী আইন করা, ‘১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি’ পুনরায় সকল উপজেলায় চালু ও দৈনিক মজুরি ৮০০ টাকা নির্ধারণ করা, মজুর পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা, প্রকৃত ভূমিহীনদের খাসজমি ও বাসস্থানের ব্যবস্থা করাসহ ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। সভায় জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।