Thursday, May 8
Shadow

খুলনার বাগমারায় ২ এলাকাবাসীর সংঘর্ষ, ১ জন গুলিবিদ্ধসহ আহত ৫


এম এন আলী শিপলু, খুলনা :খুলনার বাগমারায় ২ এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি দোকান চুরির ঘটনায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দুর্বৃত্তরা একজনকে গুলি এবং অপর ৪জনকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। রোববার (৪ মে ) দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর বাগমারা ব্রিজের সন্নিকটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন, বাগমারা ব্রিজ সংলগ্ন মো. খলিল শেখের ছেলে মো. আজিজ (৪৫), একই এলাকার ইয়াকুব আলী শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪২) তার ছোটভাই শহিদুল ইসলাম (৩৭) মো. নজরুল ইসলাম এবং খলিল শেখের স্ত্রী নিলুফা বেগম (৬৫)।

দুর্বৃত্তের ছোড়া গুলিতে আব্দুল আজিজের বুকের ডানপাশে বিদ্ধ হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বাকী ৪জন শঙ্কামুক্ত হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়ারা জানান, শনিবার (৩ মে) দিনগত রাতে বাগমারা এলাকার মুদি দোকান শিরীনা স্টোর চুরি হয়। স্থানীয়রা রাতে ওই চুরির ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করে। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে চুরি হওয়া মালামালা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। রাতে ওই দু’জনকে থানায় হস্তান্তর এবং পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়রা আরও জানান, রাতের ওই চুরির ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে স্থানীয় এক সন্ত্রাসীর নেতৃত্বে সেখানে গোলাগুলি এবং ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। আজিজ, সিরাজুল, শহিদুল এবং নজরুল গুরুতর আহত হয়। এ ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করে ওই এলাকায়। যে কোন মুহূর্তে আরও একটি ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে বাগমারা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে এদের মধ্যে আজিজের অবস্থা আশংকাজনক। এ ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সেখানে এখনও পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *