
মোরশেদ, খুলনা :খুলনার বিসিক শিল্পনগরীস্থ আটরা গিলেতলা ইউনিয়নে ‘মোক্তার মেটাল’ নামে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্রক্রিয়ায় সীসা উৎপাদন হচ্ছিল। কারখানা কর্তৃপক্ষ খনিজ পদার্থ আকরিকের বদলে পুরনো ব্যাটারি ভেঙ্গে প্লেট বের করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করছিলেন। চুল্লির ধোঁয়ার সাথে বিভিন্ন বিষাক্ত গ্যাস বের হয়ে ওই এলাকার জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলেছিল।
পরিস্থিতি মোকাবেলায় পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ রোববার (৪ মে) দুপুরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখা ঘোষণা দিয়ে সিলগালা করে দিয়েছেন। অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমানের নেতৃত্বে দুপুর ১২ টা থেকে শুরু হওয়া এ অভিযান আড়াই ঘন্টাব্যাপী পরিচালিত হয়। সেখানে অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। থানা পুলিশের একটি টিম এ অভিযানে সহযোগিতা করেন।
একাধিক সূত্র বলছে, বন্ধ থাকা মহসিন জুট মিলের মধ্যে মোঃ আতিকুল ইসলাম নামে এক ব্যক্তি কারখানাটি গড়ে তোলেন। প্রথমে অধিদপ্তর কর্তৃপক্ষ যেটার অনুমোদন দিলেও গত কয়েক বছর ধরে নবায়ন বন্ধ করে রাখেন। প্রতিষ্ঠানটিতে নিজেস্ব পণ্য উৎপাদনের পাশাপাশি ভাড়ার বিনিময়ে ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া ছয়টি বেনামি প্রতিষ্ঠানের সীসা উৎপাদন হচ্ছিল। ধোঁয়ার সাথে লিড, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড এবং সালফিউরিক এসিড বের হয়ে সেখানকার পরিবেশ বিষিয়ে তুলেছিল। ঝাঁঝালো ধোঁয়ায় স্থানীয়রা অতিষ্ট হয়ে উঠেছিলেন। ওই বিষাক্ত গ্যাসে ক্যান্সারসহ কয়েকটি রোগে আক্রান্ত হওয়ার শঙ্কার কথা সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। প্রতিকার চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় কয়েকজন ভুক্তভোগী পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বরাবর আবেদন করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে অবৈধ ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।