
তেরখাদায় ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়
এম এন আলী শিপলু, খুলনা : তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে অবহমান গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। হারিয়ে যাওয়া ঐতিহ্য দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। মঙ্গলবার (৬ মে) বিকালে উপজেলা সদরের ইখড়ি গরুর হাটের পূর্ব পাশে গুজিমারি বিলের বিস্তীর্ণ মাঠে ইখড়ি উত্তরপাড়া যুব আদর্শ ক্লাবের উদ্যোগে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিভিন্ন অঞ্চল থেকে আসা নানা রং ও আকারের ২৪ টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।এ উপলক্ষ্যে এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় হরেক রকমের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসে দোকানিরা।উপজেলা সদর এলাকা থেকে আসা দর্শণার্থী মিঠুন মদ্দম বলেন, ‘আগে বিভিন্ন স্থানে খেলাগুলো দেখা যেতো। কিন্তু এখন সচরাচর আর দেখা যায় না। দীর্ঘদিন পরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে পেরে খুব খুশি লাগছে।’ দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়ার মালিকরা জানান, ঘোড়া পালন করা অনেক ব্যয়বহুল, তবু ...