
শিক্ষকের গায়ে হাত তোলা সেই শিক্ষার্থী দিলেন রক্তপাতের হুমকি
মোরশেদ, খুলনা :খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগে সাময়িক বহিষ্কৃত বাংলা ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমান এবার সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তপাতের হুমকি দিয়েছেন।রবিবার (৪ মে) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেন।নোমান লেখেন, “প্রশাসন থেকে আমাকে যখনই ডাকবে আমি হাজির হবো; কিন্তু আমার বাড়িতে পুলিশ পাঠানো বা পরিবারকে হয়রানি করলে ক্যাম্পাসে রক্তপাতের আশঙ্কা থাকবে! এবং এর দায়ভার একান্তই খুবির অথর্ব প্রশাসনের থাকবে। মাইন্ড ইট ভেরি কেয়ারফুললি।”তবে পাঁচ মিনিট পর পোস্টটি সম্পাদনা করে তিনি লেখেন, “প্রশাসন থেকে আমাকে যখনই ডাকবে আমি হাজির হবো; কিন্তু আমার বাড়িতে পুলিশ পাঠান...