
লন্ডনে ‘এক টুকরো ফেনী’: আলো ছড়াল প্রবাসীদের মিলনমেলা!
লন্ডনে ফেনী সমিতি ইউকে’র ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
লন্ডনের মায়েদা ব্যাঙ্কুয়েট হলে ১৭ এপ্রিল অনুষ্ঠিত হলো ফেনী সমিতি ইউকে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান। ফেনীবাসীদের প্রাণের সংগঠনটির এই আয়োজন ছিল উষ্ণতা ও ঐক্যের এক অনন্য প্রকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক ওয়ালি উল্ল্যাহ বাচ্চু। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ব্যারিস্টার নিজাম উদ্দীন ভূঁইয়া রাসেল ও কায়কোবাদ ভূঁইয়া (ACCA, MCSI)।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত ফেনীবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র মইন কোয়াদরি, টাওয়ার হ্যামলেট কাউন্সিলর কবির আহমেদ, রেডব্রিজ কাউন্সিলর ফয়েজ আহমেদ, দ্য স...