Thursday, May 8
Shadow

দ্য অ্যাকাউন্ট্যান্টস ক্লাব আয়োজিত নেটওয়ার্কিং ও উদ্যোক্তা উৎসব: সম্ভাবনার এক অনন্য সন্ধ্যা

গতকাল শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, পূর্ব লন্ডনের ‘দ্য ইমপ্রেশন ইভেন্ট ভেন্যু’-তে অনুষ্ঠিত হলো ব্রিটিশ বাংলাদেশী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের অন্যতম প্রধান নেটওয়ার্কিং ও উদ্যোক্তা বিষয়ক সম্মেলন। আয়োজনের দায়িত্বে ছিল — “দ্য অ্যাকাউন্ট্যান্টস ক্লাব”।

অনুষ্ঠানের সূচনা হয় ক্লাবের সিনিয়র সদস্য জনাব বজলুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশে এক অনুপম আধ্যাত্মিক ঔজ্জ্বল্য এনে দেয়।

সফল নেটওয়ার্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল “স্পিড নেটওয়ার্কিং সেশন”, যেখানে অংশগ্রহণকারীরা তাঁদের পেশাগত পরিচিতি ও অভিজ্ঞতা বিনিময় করেন। তরুণ এবং অভিজ্ঞ পেশাজীবীদের এই সরাসরি মিথস্ক্রিয়া ভবিষ্যতের সহযোগিতা ও পারস্পরিক সমৃদ্ধির ভিত্তি স্থাপন করে।

দ্য অ্যাকাউন্ট্যান্টস ক্লাব - ২

পরবর্তী পর্যায়ে ছিল “ওয়ান-টু-ওয়ান মেন্টরিং সেশন”, যেখানে ক্লাবের অভিজ্ঞ সদস্যরা নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য বাস্তবভিত্তিক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। এই অংশটি নবীনদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে এক বিশেষ ভূমিকা রাখবে।

মূল সেশনে ক্লাবের সভাপতি জনাব হাসিব হাওলাদার একটি প্রেজেন্টেশন প্রদান করেন, যেখানে ক্লাবের চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা উপস্থাপিত হয়। তাঁকে সহায়তা করেন ক্লাবের নেতৃস্থানীয় সদস্যগণ — জনাব মোতালিব মিয়া, অম্রিতা ঘোষ এবং জনাব নাজিম উদ্দিন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ক্লাবের ভবিষ্যৎ কৌশলের প্রতি উপস্থিত সদস্যদের অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস আনিসা খান, যিনি ‘দ্য অ্যাপ্রেন্টিস ইউকে ২০২৫’-এ রানার-আপ হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্রিটিশ বাংলাদেশী সম্প্রদায়ের গৌরব বৃদ্ধি করেছেন। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য তরুণ উদ্যোক্তাদের আত্মবিশ্বাস ও উদ্ভাবনী চেতনায় উদ্দীপ্ত করে।

ইভেন্টে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের স্টলও ছিল, যেখানে আধুনিক পণ্য ও সেবা প্রদর্শন করা হয়। এসব উদ্যোগ সম্মেলনে আরও একটি পেশাদার মাত্রা যোগ করে।

সমাপনী পর্বে ক্লাবের সভাপতি জনাব হাসিব হাওলাদার এবং সেক্রেটারি জনাব এনামুল হক খান অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করেন জনাব রাজ্জাকুল হায়দার খান, যার প্রাঞ্জল উপস্থাপনা ইভেন্টের প্রতিটি সেগমেন্টকে সুসংগঠিত করে তোলে।

সমাপ্তি ঘটে এক প্রাণবন্ত নৈশভোজের মাধ্যমে, যেখানে অতিথিরা আতিথেয়তা, পেশাগত আলোচনা এবং পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ উপভোগ করেন।

“দ্য অ্যাকাউন্ট্যান্টস ক্লাব”-এর এই আয়োজন ব্রিটিশ বাংলাদেশী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের মধ্যে পেশাদার সংযোগ এবং উদ্যোক্তা মানসিকতা বিকাশের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *