
“নান্দাইলে গড়ে উঠেছে বাঁশের মাচা চৌকি: গ্রামীণ ঐতিহ্যে নিরাপত্তা ও সচেতনতার ব্যতিক্রমী দৃষ্টান্ত”
ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ : প্রকৃতির নিবিড় কোলে গড়ে উঠেছে এক অভিনব নিরাপত্তা চৌকি। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের কিছমত কচুরী গ্রামের শালবনের ভেতরে গাছের ডালে বাঁশ, কাঠ ও রশি দিয়ে নির্মিত হয়েছে একটি উঁচু মাচা। পা রাখার সিঁড়িসহ পুরো কাঠামোটি যেন একসঙ্গে ঐতিহ্য, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের প্রতীক।
এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছেন গ্রামের কিছু সচেতন তরুণ—শুভ, সাব্বির, ইমন, মেহেদী ও তানভীরসহ একদল যুবক। সাম্প্রতিক সময়ে গ্রামে চুরি এবং সন্দেহজনক চলাফেরার ঘটনা বেড়ে যাওয়ায় তারা নিজেরাই নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিয়েছেন।
তানভীর বলেন, “এক রাতে আমাদের গ্রামে সাতটি গরু চুরি হয়। থানায় জানানো হলেও, দূরত্ব বেশি হওয়ায় তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায় না। তাই নিজেরাই দায়িত্ব নিয়েছি। নিরাপত্তা নিশ্চিত না করলে আরও ক্ষতি হতো। এই মাচা থেকে পুরো এলাকাটা নজরে রাখ...