
জায়গা দখল করে ঘর নিমার্ণ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নের কোনাডাংগর গ্রামের নিরীহ ব্যক্তি সাবেক গ্রাম সরকার মৃত রইছ উদ্দিন ভূইঁয়ার পুত্র আঙ্গুর মিয়ার পৈত্তিক সূত্রে দখলীয় বাড়ির আঙ্গিনা একই গ্রামের মৃত খোরশেদ আলী ভূইঁয়ার পুত্র তাহের উদ্দিন ও আব্দুল হাইয়ের নেতৃত্বে ২/৩জন অজ্ঞাত ব্যক্তি সম্প্রতি দেশীয় অস্ত্র নিয়ে আঙ্গুর মিয়ার পৈত্তিক সূত্রে দখলীয় বাড়ির আঙ্গিনায় জোরপূর্বক জায়গা দখল করে ঘর উঠিয়ে নিমার্ণ করতে থাকলে নিরীহ আঙ্গুর মিয়া এলাকাবাসীকে জানিয়ে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোকাদ্দমা নং- ৪৭০/২৫ ধারা ১৪৫ দায়ের করে। মামলা দায়েরের পরেও উল্লেখিত তাহের উদ্দিন গংরা বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে নিরীহ আঙ্গুর মিয়ার নালিশি ভূমিতে জোরপূর্বক ঘর নিমার্ণ করে আসছে। এব্যাপারে আঙ্গুর মিয়া ন্যায় বিচার পাওয়া সহ তার পৈত্তিক দখলীয় ভূমিতে জোরামূলে উঠানো ঘরটি উচ্ছেদ করার জন্য পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।