
খুলনায় বছরব্যাপী টিকার সংকটে হুমকিতে শিশু স্বাস্থ্য
এম এন আলী শিপলু, খুলনা :খুলনা নগরীর ৩১ টি ওয়ার্ডে বছর জুড়ে নিউমোনিয়া প্রতিরোধে পিসিভি ও ধনুস্টঙ্কর, হুপিং কাশি, ডিপথেরিয়া ও হেপাটাইটিস বি-ভাইরাসের প্রতিষেধক পিসিবি টিকার সঙ্কট রয়েছে। প্রতি মাসে চাহিদা ৪ হাজার ডোজ থাকলেও সরবরাহ হচ্ছে ৩শ’ ডোজ। নগরীর ১৭০ টি অস্থায়ী ও ৫টি স্থায়ী কেন্দ্রে টিকা না পেয়ে অভিভাবকরা দিনের পর দিন ফিরে যাচ্ছে। ফলে শিশুর মারাত্মক সংক্রমক রোগ সমূহের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে।ইপিআই কর্মসূচির আওতায় শূন্য থেকে ১১ মাস বয়সী শিশুর যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, হেপাটাইটিস বি ভাইরাস, ধনুস্টঙ্কর, পোলিওমাইলাটিস, হাম, রুবেলা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, রোগ প্রতিরোধ করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে টিকা দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় রয়েছে, ১৪ হাজার ২৩২ জন। অস্থায়ী কেন্দ্রগুলোতে প্রতি রোববার ও সোমবার এবং স্থায়ী কেন্দ্রগুলোতে মাসে দুবার টিকা দেওয়া হয়। গেল মার্চ...