Wednesday, July 16
Shadow

“জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুর  কর্তৃক কুখ্যাত দুইজন মাদক ব্যবসায়ী  ইয়াবা ট্যাবলেট সহ  ২  জন গ্রেফতার” এবং ”  (মাদকদ্রব্য) ফেনসিডিল উদ্ধার”

মাসুদুর রহমান,  দিনাজপুর : দিনাজপুর জেলার  পুলিশ সুপার  মোঃ মারুফাত হোসাইন  দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোঃ আনোয়ার হোসেন এর তত্তাবধায়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ  জনাব মুহাম্মদ আলমগীর পিপিএম, এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৯/০৭/২০২৫ তারিখে ভোর- ০৫.৩৫ ঘটিকার সময় দিনাজপুর কোতয়ালী থানাধীন লিলির মোড় হইতে নাবিল পরিবহন বাসের যাত্রী মাদক ব্যবসায়ী ০১। মোঃ শাহিন আলম ওরফে সাদ্দাম (২৭), পিতা- মোঃ সিদ্দিক আলী, সাং-দরগাপাড়া, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুরকে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগী আসামী ০২। মোঃ ফারুক হোসেন (৪৩), পিতা-মোঃ নাজিমউদ্দিন, সাং-চন্ডিপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুরকে কোতয়ালী থানাধীন বালুয়াডাঙ্গা মোড় হতে গ্রেফতার করে। আসামী ০১। মোঃ শাহিন আলম ওরফে সাদ্দাম এর বিরুদ্ধে ০৫টি মাদক মামলা এবং ০২।  মোঃ ফারুাক হোসেন এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দিনাজপুরের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ০৯/০৭/২০২৫  বিকাল- ০৩.১০ ঘটিকার সময় দিনাজপুর বিরল থানাধীন  মোঃ করিমুল ইসলাম এর বসত বাড়ীর পূর্ব দুয়ারী ঘরের ভিতর হইতে ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।  ০১। মোঃ করিমুল ইসলাম (৪২), ০২। মোঃ শরিফুল (৪৫) উভয় পিতা- মোঃ মহিদুর রহমান, সাং-বৈরাগীপাড়া, থানা-বিরল, জেলা-দিনাজপুরদ্বয় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সু-কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। উক্ত পলাতক  আসামীদের একাধিক মাদক মামলা রয়েছে। উক্ত পলাতক আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *