
পরিবেশবান্ধব বিমান চলাচলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল চীন।
গত শনিবার উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেনিয়াংয়ে সফলভাবে তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে চীনের তৈরি প্রথম চার আসন বিশিষ্ট হাইব্রিড বৈদ্যুতিক বিমান ‘আরএক্স৪এম’।আরএক্স৪এম’ বিমানটির সর্বোচ্চ উড়াল ওজন ১,৪০০ কিলোগ্রাম, এবং এটি ৩২০ কিলোগ্রাম পেলোড (যাত্রী ও মালামাল) বহন করতে সক্ষম।
একবার চার্জে এটি ৪০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এবং টানা দুই ঘণ্টা আকাশে থাকতে পারে।এর এই বিশেষ বৈশিষ্ট্যগুলো এটিকে স্বল্প দূরত্বের যাতায়াত, আকাশপথে পর্যটন এবং বিমান প্রশিক্ষণের মতো ক্ষেত্রগুলোতে ব্যবহারের জন্য খুবই সম্ভাবনাময় করে তুলেছে।
এই নতুন হাইব্রিড বৈদ্যুতিক বিমানটি চীনের পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : সিএমজি