
চীনের হুবেই প্রদেশের ইছাংয়ের একটি টানেলের ভেতর বিশালাকার “চিয়াংহান লিংহাং” টানেল বোরিং মেশিন স্থাপন পুরোদমে চলছে। এটি চীনের গুরুত্বপূর্ণ ওয়াটার ডাইভারশন প্রকল্পের ইয়াংজি-থেকে-হান নদী অংশের জন্য বিশেষভাবে তৈরি করা প্রথম হার্ড রক টিবিএম। এই শক্তিশালী মেশিনটি প্রধান টানেল খননে এবং চীনের জাতীয় জল অবকাঠামোকে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। “চিয়াংহান লিংহাং”” টিবিএম-এর সমাবেশ সম্পন্ন হওয়ার পর এটি ভূগর্ভে কঠিন শিলা ভেদ করে দ্রুত টানেল তৈরি করবে, যা জল সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
সূত্র : সিএমজি