Sunday, July 6
Shadow

শেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত 

রিয়াদ আহাম্মেদ, শেরপুর : জুলাই- আগষ্টের গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় শেরপুর জেলা বিএনপি এবং ডাক্তার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড‍্যাব) শেরপুর জেলা কর্তৃক রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জেলা বিএনপি’র কার্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

শেরপুর জেলা বিএনপি’র আহবায়ক এড‍ভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় আলোচনা সভায়  শেরপুর সদর আসনের বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সাবেক জেলা বিএনপি’র আহ্বায়ক হযরত আলী, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহ্বায়ক ফজলুর রহমান তারা, যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রদলের সাবেক সভাপতি আবু রায়হান রুপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, জেলা বিএনপি’র সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, স্বাস্থ্য বিষয়ক সাবেক সম্পাদক ডাক্তার জনি, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন, রেজাউল করিম রুমি  সহ  বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শেরপুর ড্যাব ও বিএমএ’র সাবেক সভাপতি ডাক্তার সুরুজ্জামান বলেন, তারেক রহমানের নির্দেশে শেরপুর জেলা ড‍্যাব এই কর্মসূচীর উদ্বোধন করলেও এটি চলমান থাকবে। এই কর্মসূচির মাধ্যমে সারা বছরব্যাপী সাধারণ রোগীরা বিনামূল্যে রক্ত গ্রহণ করে চিকিৎসা নিতে পারবেন।  এই ব‍্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *