
জনগণ আন্দোলনে যেভাবে ছিলেন, নির্বাচনেও সেভাবেই থাকবেন ইনশাআল্লাহ : কাইয়ুম চৌধুরী
মাহবুব আলম, সহ-দফতর সম্পাদক, সিলেট জেলা বিএনপি : সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামে দীর্ঘদিন যাবৎ বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে লড়াই করে আসছে। আন্দোলনে যেভাবে জনগণ আমাদের সাথে ছিলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও সেভাবেই পাশে থাকবেন। সিলেট-৩ আসনে ধানের শীষকে বিজয়ী করে খালেদা জিয়া ও তারেক রহমানকে বিজয়ের উপহার দিতে জনগণ আজ উন্মুখ।”
তিনি বলেন, “বিলম্ব না করে অবিলম্বে বাংলাদেশকে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে হবে। কারণ, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া জাতীয় কোনো সংস্কারই কার্যকরভাবে সম্ভব নয়।”
শনিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় দক্ষিণ সুরমা উপজেলার বৈরাগী বাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি...